সোনালী আলোক ছটায় প্রকাশিত তুমি
মাখামাখি কর সবুজ পল্লবী বীথিকার সাথে
গভীরে পুঁতে যাও মৃত্তিকার মনস্বত্ত্বের গভীরে-
শক্তির সোপন গড়ে পুঁঞ্জিত কর ভাণ্ডার
হয়ে ওঠো শক্তি সঞ্জীবনী, সাত্ত্বিক সমন্বয়
হয়ে ওঠো জীবন- প্রাণের প্রান্তিক উৎস অন্বয়।


তুমি অমর- তুমি অকৃত্রিম
তুমি দিব্য প্রাণ- চিরকাল
তুমি শক্তির সুধা- তুমিই প্রাণরস।
তুমি প্রেরণাদায়ক জাগতিক পৃথিবীর।


তুমিই আলোকিত কর
আবার তুমিই কর আঁধার
তুমিই ভেজাও, তুমিই শুকাও
তুমিই নিঃচিহ্ন কর, তুমিই ভরাও
তুমিই ভাঙ্গ তুমিই গড়াও।
এই ভাঙ্গা-গড়ার মাঝেই তোমার অনিন্দ্য প্রকাশ।
তুমি নিত্য খেল, ভূলোকে-অধিগোলকে-
তোমার খেলাতে- এ মেলাতে
সকল সওদা সওয়ার সমাহার।
খেলার নেশায়- ক্ষিপ্র ইশারায় মরণ- বাঁচন
কখনও হয়ে ওঠো ত্যেজস্ব প্রকট-
ঘটাও দাহন-দহন, ক্ষয়-বিরাণ-
আবার জাগে সৃষ্টির ঘোর নেশা, কর শীতল- ঠাহর শীতল-
নেশায় তোরেই কর ক্ষয়পূরণ- নতুন সম্ভবনায়।
তুমি কখনো হও মত্ত বিভৎস্য লীলায়-
পৃথিবীতে ঘটে যায় ঝড়-ঝঞ্ঝা, উলটপালট
কোথাও অগ্ন্যুৎপাত, কোথাও দাবানল, কোথাও মরুর মরীচিকা
কোথাও ডুবিয়ে নিয়েছ, কোথাও ভাসিয়ে দিয়েছ, কোথাও নিরাকার অথৈ পারাবার ।
কোথাও কান্না আর কান্না, হা হা কার আর হা হা কার-
কোথাও ক্ষুধাকে দিয়ে দেও দানবীয় বর, কোথাও মৃত্যুর মিছিলে দাও শ্লোগান, কোথাও-
গড়েছ উঁচু গিঢ়ি, বরফাচ্ছন্ন পাহাড়।
সবি তোমার শক্তির সাধনা হে- সূর্য দেবতা
সৃষ্টির অমত্ববরে করুণার কাঙ্গাল করে হয়েছ অজেয় বীর- সৌর জগতে-
এবং এই জাগতিক জগতে জীবন ও সম্পদ সঞ্চয়নের তুমিই প্রাণত্তোম
তুমি সার্থক অদ্বিতীয় পুরুষ এক- এই পূর্ণ পৃথিবীর।


সূর্য
০৮/০১/২০১৮, চর ফ্যাশন, ভোলা।