ট্রাফিকেই প্রেম


দাড়িয়ে পড়েছে গাড়ি
ব্রেক চেপে দেখছি সম্মুখ জনতা
কালো ধোঁয়ায় পুড়ছে নাক-চোখ
মৃত হচ্ছে অক্সিজেন, বাড়ছে কার্বন
নিঃশ্বাস প্রদাহে বিরক্তিকর অপেক্ষা
ধুলোর সাথে মিশ্রিত ট্রাফিক।


অশথ চিন্তার ডালা-পালা ঘটিত জীবনের ইতিবৃত্ত
যোগ-বিয়োগ কষছে যাপিত জীবন-সংসারের।


বিষদাময় অস্থিরতা দৃষ্টিতে অপলক নিবৃত্ত সঞ্চার
এলোকেশী কৃষ্ণ কাঞ্চন কুন্তলে সূর্য হাঁসি
আসি বধিল বিধীর দৃষ্টি চক্ষে
বক্ষের ছত্র ভেঁঙ্গে হুতাশন বেসে
পরাস্ত নির্বাক উদাস ট্রাফিক মোড়।
পুলকিত হৃদঙ্গম বিলাশ, অভিলাশ বসে ব্যস্ত বাসনা
তারে দেখিতে বার বার সাহসের প্রতাপ দহে বহ্নিবানে।
জলন্ত দুপুর পুরে বিগলিত কুন্তল আলোক
ঢলে পড়ে চন্দনাভ্র বদনে
পড়নে পশারী উজ্জ্বল নীল আভা শাড়ি
জমিনে খচিত রুপোলী বুননের ফুল
তাতে হেলে-দুলে ওড়ে চুল।
বসন্ত প্রভাত সকালের পলাশ ধরেছে শারীর পাড়
যেন আঁচলের উপর বসেছে হলদে দোপাটি, করছে ছুটা ছুটি
বিদূষী বাতাসে। তাঁরি পাশে বসা যুবকের ঘাড়ে ঝাড়ে অস্বস্তির ক্ষোভ।
বিদগ্ধ দৃষ্টি-মন আমার আবেশের উষ্মা টেনে
অহমিকায় জানতে চায় পরিচয়
দুঃসাহসে ক্ষণিকের দর্শন
সবুজ মন, বুনন অনন্ত কল্পনাদের গলিপথে দিচ্ছে অপয়া উঁকি।
ভাবছে “যদি সবুজ সংকেত পেতাম ট্রাফিক জ্যামে,
পাশে বসিবার
কথা বলিবার
হাত ধরিবার।
খচ খচ জ¦ল জ¦ল জলন্ত ধুলো-রোদ
চোখে পোড়ে অযাচিত প্রেমাভিরাস ট্রাফিক সিগনাল
বিভৎস্য সবুজ জ¦লিলে দিল যাবার সংকেত।
ব্রেক ছেড়ে রিক্সা গতিতে চলিল সম্মুখে
আমি ভেবাচেকা ক্ষণিক প্রেমিক
অগত্যা প্রেয়সীর জন্য জমালো আফসোস
পঞ্চাত পদসরণে ট্রাফিক জ্যামে।


রাজারবাগ ট্রাফিক সিগনাল, ঢাকা, ২২/০১/২০১৯