যুদ্ধে যাব, রৌদ্রে যাব, অগ্রে যাব,
মধ্যে যাব,
গুলি খাব, পুড়ে খাব, ভেজাল খাব,
গজাল খাব।
পথে যাব, রথে যাব,দিতে যাব,
নিতে যাব,
পথ হারাব, মন হারাব, ধন হারাব
মান হারাব।
পাগল হব, ছাগল হব, গরম হব
নরম হব,
বন্ধু হব, শত্রু হব,পাত্র হব
গাত্র হব।
আর কি হব? আর কি নেব?
আউলা চুলে বাউলা হব,
প্রয়োজনে মাদক নেব।
বদলে দেব, বদলে দেব।


০৯/১৯/২০১৩