তপ্ত রোদে ডাকেন বাবা
করুণ সুরের আহ্বান,
লড়তে হবে গড়তে হবে
গাইতে হবে জয়োগান।


বাবা শেখান, বাবা দেখান
ভালোবাসার পোড়া হাত,
এক জীবনে ভোর আসে না
আসে কেবল নিকষ রাত।


শূন্যে উড়ে স্বপ্ন বিলাস
পুণ্য  কেন পরকাল?
তিন চাকাতে জীবন-মরণ
ধর্ম কেবল মায়াজাল!


পথিক ফেরে বাবার কাঁধে
এই তো সভ্যের অজ্ঞতা,
কোথায় শিক্ষা? কোথায় নীতি?
লুন্ঠিত আজ মানবতা!!