বাড়তে বাড়তে গেছো বেড়ে
বলতে বলতে নেতা,
সময় এলে তপ্ত রোদে
তুলে নেবেন ছাতা!
ভাবছ হেসে! গেছো পেয়ে
সর্প নাগের মনি?
কাদের সেবার সুখ নিদ্রায়
দিনে দিনে ধনী?
মিথ্যে পুঁতির গড়ছ মালা
ছল-চাতুরির সুতো,
ছিঁড়ে যাবে সময় হলেই
কেবল খাবে গুঁতো !
কেউ দেখেনা, কেউ জানেনা
জানেন উপরওয়ালা,
এই জগতে কোর্ট-কাচারী
বুঝবে কেমন জ্বালা !
মেরিল্যান্ড জুন ২৮,২০২৪