(প্রিয় ক্যামেরা শিল্পী চন্দন রবার্ট রিবেরু)


আলো-আঁধারের বিন্দুগুলো খেলা করে ভুবনময়;
কখনো ভেসে আসে কাছে সুদূর সীমার,
বিন্দু বিন্দু আলো, সুবিশাল ক্যান্ভাসে
চোখ ,চিবুক, হাতের ইশারায়
রঙ্গেরা করে খেলা নিপুন দক্ষতায়।


জলেরা কথা জীবন্ত সাক্ষীর দোর গোড়ায়
অগণিত চোখের আলোয় ছুটে চলে
প্রান্ত থেকে প্রান্তে,
প্রিন্ট বা ডিজিটালের উতালা হাওয়ার
মুগ্ধ নয়নে চোখে ভাসে খুশির নোনাজল
একটি প্রানের নিরলস প্রচেষ্টায়।


ক্যামেরার ল্যান্স ছুটে চলে
পিছনে একটি প্রান, একটি স্বপ্ন,
একটি ল্যান্স ঘুড়ে দাঁড়াবে পিছন পানে
তোর সাফল্যের চির চেনা মুখে।


০১/২৫/২০১৪