টেবিলের ফাইলগুলো এলোমেলো,
মাঝে মাঝে হাত বদলায়
এটেবিল ঐটেবিল,তবুও জমাট বাঁধে
চৈত্রের খড়তাপে পোড়া এক মুঠো ধুলো,
ভালোবেসে গায়ে মাখি, বড্ড সুখ লাগে।


আবার ফিরে যেতে ইচ্ছে করে প্রিয় সেই গাঁয়ে
জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো?
খুব ভালো আছো কি?


ঘড়ির কাঁটার টিক টিক শব্দ
সময় দ্রুত গড়িয়ে চলে, জমা পড়ে কাজ,
ফাইলগুলো আবার ছুঁতে হয়,
এ দুঃস্বপ্ন কেবলই পোড়ায়
ক্ষত-বিক্ষত করে আমাকে।
ঘরে ফেরার সাধ জাগে
হয়তো কোন অসাধারণ কেউ-
পথ চেয়ে বসে আছে! খুব ভালোবাসতে
ইচ্ছে করে অজ্ঞাত গাঁয়ের মাধুবীকে।


ফাইলগুলো আবার নড়ে ওঠে
আমার আর স্বপ্ন দেখা হয় না।


কেবলই চিত্কার করে ফেরে
অদৃশ্য প্রেতাত্মা।