অহংকারের পাহাড়ে যাদের বসবাস;
অর্থের সাগরে যারা কাঁটে সাঁতার,
গরীবের রক্ত চোষা শকুনেরা
কিসের দম্ভে করো এতো আস্ফালন?


দুদিনের পৃথিবীর হে ক্ষণিকের অতিথী,
সংসার বিবর্জিত নাবিক
ব্যাংক-ব্যালেন্সের পোকারা কিলবিল করে
তাদের মগজে,অস্থি-মজ্জায়,
তুমি কি জানো,
তোমার জীবনের ব্যাংক-ব্যালেন্স কত?


না দিন না সময় না জীবন,
ভ্রুক্ষেপের চিহ্ন যাদের নেই,
মনে রেখো কোটি টাকার অহ্ংকারের বিছানা
একদিন হবে অচেনা-অজানা,
যখন ফুরাবে তোমার জীবন তেল
সেদিন তুমিও,
'সাড়ে তিন হাত সমাধিতে নামিবে!'
বাইবেল-গীতা-কোরান বলে,
'তখন তোমার এতো ধনে-মানে কি লাভ হইবে?'


০৬/১৩/২০১৪