(কবি ড তপন বাগচী দাদার ৫০তম জন্মদিনে)


কোন কাননে জন্মিলে ভবে, কোন ছান্দিক ফুল?
কাব্য নদে, ভিড়াও তরী, অপেক্ষারত কুল।
ছন্দরাজা আসিল দুয়ারে, বরণে-চরণে ধূপ,
পূর্ণ চাঁদে আলোক বিছায়ে, নিস্তব্ধ দিকে চুপ!
লিখিলো গগণে শব্দালংকার, জোনাকি আলোর গান,
মুগ্ধ পাঠকের কর্ণ ভেদে , আসে ফিরে বারে প্রাণ।


গানের ভুবনে কথায় কথায়, শিল্পীর মায়া সুর,
তোমারই জন্যে হে প্রিয় কবি নিত্য নব ভোর।
চেতনার কবি, গবেষক রবি, বিশাল বক্ষ মাঝে,
ঠাঁই নিয়েছি নবীন ক'জানা, ভালোবাসার ভাঁজে।
তুমি রশ্মি, তুমি তুষার , কাব্য ভূমির তপন,
ভোজনালয়ে সুরের ধারায় ভরে উঠুক তোমা ভুবন।


(কবি ড তপন বাগচী, উপ- পরিচালক, বাংলা একাডেমি)