আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি
প্রবাসের বুকে এসো সকলে এক সাথে চলি।
বর্ণিল সাজে 'ফোবানা' চলছে-চলবে নির্ভয়ে,
'চেতনায় বাংলাদেশ' প্রতিধ্বনি হোক হৃদয়ে ।
যুব উন্নয়নে, যুব গঠনে হবে আগামীর নেতা
তরুণ প্রজন্ম কুসংস্কার দূরীভূতের পরিত্রাতা।
বিশ্বায়নে আমার বাংলাদেশে ব্যবসায়ী-বুদ্ধিজীবি,
মহাকাশে স্যাটেলাইট ,দুর্গম পদ্মায় সেতুর ছবি।
কবির কাব্যে, গানে আড্ডায় হবে 'কাব্য জলসা,
গ্রন্থ মেলায় নতুন বইয়ের ঘ্রাণে পাঠকের পিপাসা।
প্রবাসী বন্ধু এসো লাল-সবুজ পতাকা তলে,
শুনে দেখো 'ফোবানা' বাংলাদেশের কথা বলে।
মেরিল্যান্ড জুলাই ৩,২০২৪