(কলকাতায় চলন্ত ট্যাক্সিতে কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদ)


কলকাতা পার্ক স্ট্রিটের ফুটপাতে জলে ভাসা পদ্মের বাস;
ঘর বলতে, ছেঁড়া কাগজে ঢাকা একটি কুটরী
ঠিক যেমন ভাঙ্গা কুটরী জন্ম শিশু যীশুর!
শীতের রাত, বাইরে প্রচন্ড শৈত্য প্রবাহ,
জলে ভাসা পদ্মের একটু উষ্ণতার জন্য
মা ছুটে চলে এদিক-ওদিক।


তারপর একটি ট্যাক্সি থামে পদ্মের পাশে
উষ্ণতার পরশের লোভ দেখায়,
মেয়েটি ভুলে যায় সব,
ছুটে চলে ট্যাক্সি অজানা পথে!


অতপর রাত গভীর হয়
শকুনেরা জেগে উঠে বিলাসের আস্তানায়,
হায়েনার অট্টহাসিতে কাঁপে পত্রহীন গাছ,
শিশিরের বরফের কুণ্ডুলী পাকায় লজ্জ্বাবণত হয়ে
জোনাকীরা নিভে যায় আলো অন্ধকারে।


সকালে খবর আসে-
জলে ভাসা পদ্ম, জলে ডুবে যায়।


১২/২৪/২০১৩