ভগবানের আচিক পাড়ায়  
মধ্যে রাতের চৈত্র ঘুম,
হিজল বনে গাইতে এসে
বৃন্দাবনে উলুর  ধুম।


বক্ষে লয়ে যজ্ঞ মন্ত্র
শুধায় রঙ্গ ব্যাঞ্জনা,
রাত পোহালো, ঘর পুড়ালো
সিঁদুর মুছে রঞ্জনা!


আশাগুলো ভাসায় তরী
উজান তীরে বালুর চর,
চোখের জলের দুঃখ নদে,
ভাঙা-গড়ার খেলা ঘর।


মন ছুটে যায় আচিক পাড়ায়,
বাচিক বধূর চাওয়াতে,
দুঃখ না হয় নিংড়ে নেবো
ভালো লাগার আলোতে।


আগস্ট ০৬, ২০২১