আমি মহামানব নই,নই দেবতা
আমাতে আমি আমার ভুবনে,
কখনো খোলাকাশে নিকষ কালো অন্ধকারে
বৃষ্টিভেজা সন্ধ্যায় চায়ের কাপে
লাইব্রেরির টেবিলে রবি ঠাকুরের সাথে
ধীরালয়ে পথ চলি গদ্য কবিতায়
হুংকারে বজ্রধ্বনিতে আসে নজরুল
অহংকার নয়, অভিমান নয়
একেবারে দেবতা বেশে।


পিছনে বহুদূর চলে গেছে জলরাশি
সম্মুখে মসৃণ পথ, সবুজের আহ্বান
আশাগুলো জেগে থাকে
বাঁচিবার তরে, নতুন আলোর ভোরে।


যুদ্ধ নয়, বিভেদ নয়, নয় হিংসার খেলা।
আপন মনে ভাসাই আজিকে
নব সন্ধির ভেলা,
যাক পড়ে যাক বেলা।


জানুয়ারী, ১, ২০২২
সিলভার স্প্রিং, মেরিল্যান্ড