চলন বিলের কষ্ট ভীষণ
বুক পকেটে জমা জল,
ফুল-ফসলের দিবা-নিশি
অবাধ প্রবেশ চলাচল!

অথৈ নীলে পদ্ম পাতায়
বসত-বাড়ির আঙিনায়,
স্বপ্ন তরী ডুবু ডুবু ,
হাল ছিল দূর সীমানায়।

তপ্ত রোদে ঘামে ভেজা
সোহাগ মাখা আঁচলে,
দিনের শেষে ক্লান্ত মনে
তৃপ্ত হাসির ফসলে।

বিলে এখন জল জমে না
ফুল ফোঁটেনা আবাদে,
মনের শহর বারের আলোয়
দ্বন্দ্ব রথের  বিবাদে!

মেরিল্যান্ড জুন ২৩,২০২৪