ছৈয়ের দেয়ালে মৃদু আলিঙ্গন;
গলুইয়ের জড়ানো ভালোবাসার কোলবালিশ
বিকেলটা না হয় কাটুক কাব্য কাপের ধোয়া!


কোথাও আধশোয়া রাত, জঙ্গলে জংলিতা
ভালবাসায় হার মানে যাপিত জীবন
একলা জীবনে সময়ের সার্থকতা।


চাঁদের আলো ম্লান হয় যদি বা দেখি তোমায়,
পূর্ণিমান্তে কিংবা অমাবশ্যার নির্জন পথে
অপরাহ্ন দেখি কাব্য বিলাসে।


এখনো চায়ের কাপে এক অপরাহ্নে
আমি-তুমি, তুমি-আমি।


সেপ্টেম্বর ২০,২০১৮