বড্ড তেতো স্বাদ!!!


ইথার থেকে ভেসে আসা কণ্ঠে কি জাদু ছিল?
কিবোর্ডের হিজিবিজি লেখায় খানিক হাস্যরস
ঘুম থেকে ঘুম, সুপ্রভাত যেন থামে না,
চলে অবিরত দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে
গান, কথক নৃত্য, আঙুলের খেলা
বেশ রোমাঞ্চকর অনুভূতি!
বলি, এইt তো বেশ, খুব ভালো আছি তো!


ক্ষণিকের হাওয়া বদলে স্তব্ধ নীড়ে
বুকের বাম পাশে মৃদু কম্পন,
চিনচিনে ব্যথা, অন্ধকার জনপথে
নিঃসঙ্গ চলার পথে যান্ত্রিক গোলযোগ,
ব্যস্ততার ভুলে বিরতির পর্বের আগমন।
কবির মননে অভিমানের সুরে ইথারের
অচল শব্দ চয়নে অভিমান পর্ব দেয় হানা!!!
নব খুঁজে পাচ্ছিলো না তার সঠিক ইস্টিশন।


এক অভিমান পর্বে দীর্ঘ যন্ত্রণার রাত-
ক্ষমার উপর গভীর উপন্যাস,
কোন এক কবির অব্যক্ত পংতিমালায়
শব্দ যোজনে লেখা ছিল,'ক্ষমিও আমায়'


রবি ঠাকুরের গানে-
'চরণ ধরিতে দিও গো আমারে,
নিও না নিও না সরায়ে।'


হোক না চরণ তব
আগামী সুখের নীড়ে।


অক্টোবর ২৮, ২০১৭