অজানা, অচেনা শহর-বন্দর, গ্রাম-গঞ্জে
আমি ও আমরা ছুটে চলেছি
উদাসীন পথে।


প্রান্ত থেকে প্রান্তে
আলো-আঁধারের খেলায় মেতেছি
কখনো হেরেছি, কখনো বা জিতেছি!
কখনো বা আঁছড়ে পড়েছি দূর সীমানায়।


বাস্তবতার পদতলে দেখেছি-
মানবতার বুকে ক্ষতচিহ্ন,
মহানন্দের যজ্ঞমিলন, আশার দ্বীপশিখা
বেঁচে থাকার বঞ্চনা, কু-শিক্ষার আড়ালে
ভন্ডামীর চরম সীমানা!
ধর্ম নিয়ে বাড়াবাড়ি, হতাশার লাল বোতল,
আর দেখাছি-
আলোর মশাল নিয়ে আলোকিত মানুষ;
আলোকিত জীবনের প্রত্যাশায়,
আলোর মিছিলে।


ভাবছি?
কি নেবো, কি দেবো?
আমাদের সামনে বিশাল প্রান্তর-
এসো চলি, এসো বলি-
'আলোকিত জীবনে, জয় হোকমানবতার।'


০৯/১৩/২০১৩