ছয় সন্তান জন্মদাত্রী রত্নগর্ভা মা;-
একে একে বিদ্যাভূমি করেছ অধিষ্ঠ
তোমা গর্ভে অন্য কিছু হয়না তুলনা
বিদ্য ও জ্ঞানে, উচ্চ শিরে করেছ শ্রেষ্ঠ।
নিজের সুখে, পরের তরে বিসর্জন,
ঝড় ঝাপটায় আগলে রেখে বক্ষেতে,
নিবু আলো ছয়টি ঋতুর বিদ্যার্জন,
গড়েছিলে এগিয়ে চলার সুশিক্ষাতে।


আপন হাতের বৃক্ষ, ফুলে ফলে ভরা;-
মুগ্ধ চোখে দেখো মাগো, হও আত্মহারা,
জোছনা রাতে ফুলেল সুবাসের তারা
আপন লয়ে ব্যর্থ তোমা আশীষ ছাড়া।
ধন্য ধন্য বলি আজি, প্রনি তোমায় মা,
চরণ তলে ঋণপাত্র করেছি জমা।।


০৫/১৩/২০১৪