দালালের খপ্পরে পড়ে
নিঃস্ব ময়নার বাপ,
কপাল চাপ্ড়িয়া বলে
আজন্ম পাপ।
দক্ষিণ সাগরে ভাসে
রাত দিন মাস,
ভাত নয়, একমুঠো
পেলে খাবে ঘাস।
লোনা জলে একাকার
চোখে নাই জল,
দেহ আছে মন নাই
নাই বুকে বল।
অবশেষে ধরা পড়ে
না জানা দেশে,
আফ্রিকার দেশে তারা
এলো শেষে ভেসে।
তিন মাস জেল খেটে
ফিরে এলো বাড়ি,
চুলা-আগুন সবই আছে
শুন্য তার হাড়ি।
সকালে টাকা চায়
বিকেলে মার,
অপমানে একদিন
চলে পরপার।


০৫/১৬/২০১৪