তোর বাগানে ফুটেছিলো       আকাশ ভরা জোছনা ছিলো
                      ছিলো মাঘি পুর্নির চাঁদ,
ভাবনাগুলো এলোমেলো      এই তো আশা এই তো আলো
                   এই তো মোদের ছাদ।


জল টলমল নদীর জলে        উজান হাওয়ার পালটি তুলে
                     খোলা চুলের ফুল,
আপন আলয় পিছন ফেলে     আলতো পায়ে হেলে দুলে
                       মন পেয়েছে কুল।


ভালোবাসার রঙ্গীন পাখা         যায় হারিয়ে যায় যে সখা
                         চৈত্র দিনের গান,
হৃদয় কোনে হৃদয় মাখা          আম্রকুঞ্জে মুগ্ধ দেখা
                        উল্লসিত প্রান।


কাব্য রাজ্যে আমি তুমি           ফসল ফলাই পুন্য ভূমি
                       নতুন দিনে ঢাক,
ছোট্ট জীবন অনেক দামী        বৃথা কেন নীচে নামি?
                       ও সব পিছন পড়ে থাক।


একই ছাদে দুটি তারা           তুমি-আমি আত্মহারা
                     চলুক নিত্য লয়,
ফুলে ফুলে বাগান ভরা         দেই বিলিয়ে নেবে কারা
                     এই তো কবির জয়।


০৫/১৯/২০১৪