দেয়ালেরও কান আছে, কান নিয়ে কথা হয়,
শোনা কথা যাবে শুনে, মনে দ্বিধা সংশয়।
পাছে লোকে কিছু বলে, বলে বলে হয়রান
শোনা কথা কেন শুনে, ভারী করো কেন কান?
কান নিয়েছিলো চিলে, দিন যায় পিছে ঘুরে,
বাঘ এলো এলো বাঘ , ভয়ে কেন যাও দূরে?
কান কথা অকারণে যায় ভেসে আকাশে,
সত্য কথা ভেসে বেড়ায়, শুনিনি তা বাতাসে।
কানে কানে কথা হয়, দূর থেকে দেখে ভাই,
তাকে নিয়ে বলে কথা, মনে মনে ভাবে তা-ই।
লোক মুখে কত কথা, প্রতিদিন শুনে যাই,
কানে কানে কথা বাড়ে, মূল কথা কিছুই নাই।
বাজে কথা চলে বেশী, কানে কানে বহুদূর,
না জেনে না শুনে, তালে তালে ধরি সুর।
ভালো কথা শুনি না, শুনেও তা বলি না,
কান কথায় দুনিয়ায়, সত্যকে মানি না।



০৫/২৩/২০১৪