(বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে)


স্থান-কাল-ভালোবাসা আটকে রাখেনি;-
উন্মুক্ত মন ছুটে অজানা সীমানায়,
পুঁথিপাঠ, পোড়া বাশিঁর কাব্য গাঁথুনী
বাণী তোমার পোঁছিলো কোন অজানায়?
কুমিল্লা,দৌলতপুরে এসেছো যেদিন,
উঠেছিলো নব অরুণ দেখেছে সবে
পুষ্পাধারে বাঁশি লয়ে সাথে কাব্যবীণ
জানিছে বাংলা, শুনেছিলো গান এ ভবে।


নার্গিস নামের তন্বী বেঁধেছিলো হাত;-
ভোর রাতে বাসর ঘর পিছন ফেলে
নার্গিস কাঁদে আপন মনে দিন-রাত
কোন শ্রাবনে বার্তা পেলে সে গেলো চলে।
চিরকুটে এঁকেছিল দেখা হবে আলো
গানের মাঝে থাকবে বেঁচে একা চলো


০৫/২৬/০২১৪