উঠিল গগনে সাদা মেঘ কলি, আসরে জমাট বাঁধিয়া রয়,
চন্দ্রালোকের গন্ধক বেলী, ক্ষয়ে যাবে ক্ষণে সদা স্ংশয়।
কালোর জলে সিক্ত-মগ্ন রবি, ফিরে বারে দেখা প্রান্তরে,
কবির মননে আঁকা-জোঁকা ছবি, ঝর ঝর বরষার বন্দরে।
ভৈরবী সুরে, দাদরা ঢঙ্গে, চালের পাতায় কোলাহল,
অঝোড় কন্ঠে, নৃত্য-ছন্দ অঙ্গে, থৈ থৈ ফোঁটা ফোঁটা জল।


চমকে উঠি বজ্র কন্ঠে, দুরু দুরু মন কাঁপে ভীরু মন,
আলোর ঝলক নিভে যায় ত্বরা, শব্দ ভাসা শুভ ক্ষণ।
পাখীর নীড়ে জলের ধারা, শীতল পরশ ছোঁয়া প্রাণ,
ভেজা কায়ে আত্মহারা, কল কল ছল ছন্দ গান।
বরষার তারা উঠুক জ্বলে, মনের কোনে বারংবার,
যাক মুছে জলে, অশুভ-ছায়া অহ্ংকার।



             -বরষার আয়োজন-


০৬/২০/২০১৪