কলাপাতার ঘর বাঁধিছ দুপুরে
তপ্ত রোদেলা গাঁয়ে বৈশাখের ডালে,
আনন্দ সুখ বন্দনার তালে
খেলাঘরে পড়ে থাকা অভিমান
কোলাহল ভাঙ্গিয়ে বাতাসের সনে
জুড়িয়ে কোমল মনে কিশোরীর প্রাণে।


প্রাণ চঞ্চল গানের বাহুডোরে
শাখ পাতার ধমনীর সঞ্চালনে
বহে আনন্দধারা, বহে স্রোত  নিশান।


চাহি ফিরে পেতে বারে বারে
তপ্ত সুখের ক্ষয়ে যাওয়া ক্ষণে
কলাপাতার ঘরে সুখের ঠিকানা।



০৭/১২/২০১৪