ক্ষুধার্থ শিশু,বুভুক্ষু চোখে মা,অনাহার অনিদ্রা,
সামনে পঁচা ডাষ্ট্বিন, মরা কিছু মাছি
অভুক্ত নেড়ী কুকুরের দল।
অপেক্ষায় কাটে দিন, গড়িয়ে যায় সন্ধ্যা
কেউ একজন আসবে বলে,
উচ্ছিষ্ট দেবতা লয়ে, ভক্ষণের প্রত্যাশায়।
অবশেষে আসে মিউনিসিটিপ্যালের গলিত লাভা,
একে একে ছূঁড়ে ফেলে ডাষ্ট্বিনের পাশে,
প্রত্যাশায় চেয়ে রয় অনাহারী শিশু,
অতপর একটি উচ্ছিষ্ট দেবতার প্রাপ্তি
হাতে নেয় গন্ধ শুঁকে!
হঠাৎ... ছুঁ মেরে কেড়ে নেয় অনাহারী পশু!


চাকুরীটা হবে-
ঘরে অসুস্থ মা, ঔষুধের অপেক্ষায় কাতর,
এই তো ছেলের চাকরী হয় বলে,
ভাল রেজাল্ট, ভালো ইন্টারভিউ
আত্মবিশ্বাসের মাত্রাটা দেয় বাড়িয়ে।
একদিন এলো খবর, সোনার হরিন দেয় ডাক,
চাকুরীর টেবিলটা হাতছানি দেয়,
টেবিলে বসার অপেক্ষায় প্রহরগুনা,
বসতে যাবে-
হঠাৎ! হাসি মুখে বসে পড়ে একজন
ঘুষের টাকায় কেনা বলে!


০৮/১৩/২০১