আমি সত্যের করি জয়োগান, বিবেকে হতে পুন্যবান
জাগুক কন্ঠে মুক্তধারার, চেতনায়-সিদ্ধ তারুণ্যের গুনগান।


পাতায় পাতায় আজ সবুজের আঙ্গিনা
শাখায় শাখায় বজ্র-মুষ্ঠি শত হাত,
পাখিদের কলতানে সকাল-সন্ধ্যা নামে
একই কান্ডে বাসা নেই জাত-পাত।


নদীর বুকে ছুটে চলা রাশি ফোটা জল
কোথা হতে আসে, কোথা বা যায়,
উচু নীচুর কালিমা মুছে একত্রে  মিশে
আছড়ে পড়ে আশা লয়ে একই আঙ্গিনায়।


গানের ভেতরে প্রান হোক সমুজ্জল
মনাকাশে আজ তারায় তারায় টলমল।


০৯/০২/২০১৪