সকালের সোনালী থালায় এক মুঠো রোদ,
অপেক্ষা ভীড় করে অমানিশার নীড়ে,
যন্ত্র দানবেরা করে কলরব অনিদ্রা ক্ষণে,
চোখের পলকে উঁকি দেয় ক্ষীণ আভা
আসিবে শুন্য ঘরে নতুনের দিন।


পথেরা ধূলো মাখে  নগ্ন শরীরে,
হাওয়ার পালে লাগে দোল সবুজ সরবরে,
পাখীর পালকে কুসুমের সোঁদা গন্ধ,
রোমাঞ্চিত আঙ্গিনায় জুঁই-বেলীর খেলা
একই বাঁধনে ধরিত্রীর বুকে
মিলে-মিশে একাকার বাস্তব সময়।


প্রত্যাশিত মনের বলয়ে আশা করে বাস,
পুরনের সিঁড়ি বেড়ে নেমে আসা জলে
সিক্ত গগনে তৃপ্ত মনিকোঠা,
একটি দিনের গানে।


হোক না না পাওয়ার স্রোতের টান
এই তো জীবন
কখনো পতন, কখনো উত্থান!


০৯/২৯/২০১৪