জংগল সাঁতরে খুঁজে পেয়েছি সেদ্ধ আলো,
ধানের মাজরা পোকারা সেয়ানা সন্ধ্যায়
চালের গুড়িতে কার নেমন্তন্যে?
বুড়ো হাতির গতরে আজ আমাবশ্যার ঘন অন্ধকার,
হাত ফসকে বেড়িয়ে যায় তাজা গোলাপ।
তবুও মানিনা হার ভরা জোয়ারে,
বেহুলা-লখিন্দরের কলাগাছের ভেলায়
মুড়ি ভাজে কবিতার সুপ্ত আড়তে।


প্রিয় তোর জন্যে খুঁজে আনা আমার,
ভরা যৌবনের জংলা সেদ্ধ আলু!


১০/০৮/২০১৪