(নোবেল বিজয়ী মালালা)


পাথরের আলোহীন লোকালয়ে জন্ম লয়ে,
আলোকের পথে ধীরে ধীরে বেড়ে উঠা,
চৈত্রের প্রখর রোদে পিঠ পুড়ে,
স্কন্ধে ঝুলানো ব্যাগের খাজে খাজে
ধূলোবালির সখ্যতা, আনন্দ সময়ের সনে,
একটি স্বপ্ন দেখার আদম্য বাসনা নিয়ে
একটি জংলা চারার ছুটে চলা।


কচি প্রানের সঙ্গতায় অসংখ্য আশাহীন মুখ,
কি নিরাশায় তাকিয়ে আছে!
সে জানে তার অতলের খবর।
একদা হাতের স্পর্শে জেগে উঠে নব গান,
বজ্রমুষ্ঠি তালে ছুটে চলে অগনীত চোখ,
পলকে থমকে যায় মোড়লের আস্তানা!
স্কুলের বেঞ্চিতে নানা স্তুপ,
মরচে পড়া ঘন্টা আবার বেজে উঠে।


একদিন মোড়লের ক্ষিপ্ত নিশানা
বিদ্ধ করে আশার দুয়ার পরে,
বিবেকের গান বেজে উঠে মহাকাশ জুড়ে,
প্রতিবাদে থেমে যায় কলের চাকা,
মোড়ল নেয় নির্বাসন অস্তমিত দিনে!


আজ শুভ দিনে কচি প্রানের গলে
বিজয়ের নোবেল মাল্যদান।


১০/১১/২০১৪