বয়েসের বাঁকে বাঁকে হাতছানি দেয়
ছেলে বেলার সুখ, সীমাহীন স্বপ্নের স্বচ্ছ সকাল,
অভুক্ত দিনের মুঠো ভাত,
দারিদ্রতার কঠোর শাসনের মায়াজাল।
পকেটের অভিমানী সূতা নির্বাসনের নীলয়ে করে বাস,
রোদেলা দুপুরে দামী কাপড়ের গন্ধ
রপ্ত রোদের মত মন দগ্ধ হয়,
আমি আগামী দিনের স্বপ্ন বুনি
একদিন আমার দিন হবে বলে।


দিনের সোনালী বাতাসে রং বদলায়,
পরিবর্তনের হাওয়ায় ভাসে স্বপ্ন,
জল থেকে ধূমায়িত আকাশে
পাখা মেলে মিশে যায় বহুদূর!
বাস্তবতার লাটাইয়ে অনিচ্ছার দেহঘড়ি
দক্ষিণা সমীরণে দেখে অবাক পৃথিবী।


চিরচেনা জনের আস্তানা,
প্রতিপক্ষের প্যাভেলিয়ান শয্যাত্যাগ!
অর্থের মাপকাঠিতে কষ্টের রোগশয্যায়
অবহেলার ঈশ্বরের সৃষ্ট মুখ
অনিদ্রায় একটি আমাবশ্যার অপেক্ষায়।


সেই দিনের সন্ধিক্ষণে
অভুক্ত কবিতার পাতায় পাতায়।


১১/১২/২০১৪