তাঁতিবাড়ির নতুন শাড়ির ভাজে
এক পশলা গন্ধে লয়ে জানালার ধারে
এমন আশা জাগায় ক্যান?
আঁচল ভরি কবিতার এক মুঠু শব্দ লয়ে
ছেঁড়া খাতায় ভর করেছিল
অকবির ছন্নছাড়া কবিতা।


তাঁতিবাড়ির শাড়িতে নাকি আর-
ঢাকে না শরীর!
কবিতায় নাকি ভরে না পেট!


সাত সকালে চিতকার চেঁচামেচি
''কবিতার খেতা পুড়ি!''


আশাবাদী-
তুমি কি আজকাল হয়ে গ্যাছো
''মাওয়াবাদী?''


১২/১১/২০১৪