কষ্ট তোরে যত্ন করে মন ডোরে বাঁধি;
আঁচল পেতে ভাব মিশিয়ে সঙ্গে রাখি,
কষ্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে নিরবধি,
স্রোত টানে ছোট্ট নদে বন্যা জলে আঁখি।।
দুখের সূঁতায় মালা গেঁথে দেই গলে;
ভব নদে একলা বসে কুল না পাই,
পরবাসী বন্ধু সনে মিল কোন কালে?
সাঁইজি তোমা স্বীয় ভেবে গান যে গাই।।


কাব্য ভূমে, কাব্য মাল্য, চির চেনা সুর;
তানপুরাতে শব্দালংকার যায় খেলে,
প্রতিধ্বনি ঢেউ খেলে যায় নিত্য ভোর
কাব্য চাষী, সুরবাসী, বীণে ঝড় তোলে।।
কষ্ট তোমায় নিলাম তুলে কন্ঠ পুরে,
আকাশ-তারায় যা ভেসে তুই যা দূরে।।


০১/০৯/২০১৫