কাব্য জোয়ারে শব্দ স্রোতের কলতানে;
জেগে উঠা ঢেউয়ে থই থই কল্লোলে,
শিশির সিক্ত ভোরের ভৈরবী সিঞ্চনে
মুগ্ধ আজি এ প্রাণ গানে গানে হিল্লোল।।
জাগিছে আলো ভূবন তমসা ভেদিয়া;
তুমি রবি, সাগরের শান্ত ধীরালয়ে,
নিশিথে বৃষ্টি বিলাসে হৃদয় নাচিয়া,
ধ্যানে মগ্ন কবি কাব্য আরাধনালয়ে।।


যুগে যুগে আজি তব শতবর্ষ ধরে;
বাণী ব্রতলয়ে সুর-সন্যাসী বসনে,
গীতবিতান-সঞ্চয়িতার বাহুডোরে
মঙ্গলালোকের নব ভূবন আসনে।
বৈশাখী আবাহনে মঙ্গলযাত্রা শুরু,
যুগে যুগে ধন্য ধন্য নমস্য হে গুরু।।


০৫/১০/২০১৫