চল্লিশোর্ধ্ব হুমরা সর্দার নদী তীরে;
অন্ধকারে কাঁপে দেহ, চিন্তা যায় বেড়ে,
লাশ লয়ে খেলা তব যাবে না সে হেরে
মশাল লয়ে বজরা, যায় গ্রাম ছেড়ে।।
ব্রাহ্মণের বাড়ী লুটের ক্ষণে দুয়ারে,
ছয় মাসের শিশু কইন্যা হাস্য মুখে
হুমরা সর্দার লুট করে আনে ঘরে,
'মহুয়া' নামে চাঁদ, সবার মুখে মুখে।


কন্য লয়ে ঘুরে বইদ্যা বামনকান্দা,
মহুয়ার রূপের আলোয় চারিদিকে
নদের চাঁদের মনে যে, প্রেমের ধান্ধা
চাঁদের বুকে মহুয়া, জেনে যায় লোকে।
বাকী তূকু শুনতে হলে এসো ত্বরা,
'মহুয়া' মঞ্চে নিয়ে আসবে 'একতারা'।


০৬/০১/২০১৫