(প্রশান্ত পালমার স্মরণে )


কোটি বছরের আয়ুকালের ধরণী
নগণ্য মানুষের কৃত কর্মের ক্ষণিকের জীবন
এতো ক্ষুদ্র কেন?
তোমার সৃষ্ট মহাকাশের উদোর পিন্ডে অসাধ্য সাধনায়
জয়ের মহিমা কে নিবে সাফল্যের ফসল?
মানব নাকি ঈশ্বর?


সূর্য-নক্ষত্র এবং ভিন গ্রহের রহস্যের ধূয়া,
কক্ষ পথের সময়ের রেলগাড়ি
বিচ্যুত ক্লান্ত উল্কাপিণ্ডের পদস্খলন!
আজ মানব সভ্যতার দৃশ্যমান ছবি।


ক্ষণিক জীবনের কাঁটাতারের ভীত কেন নড়বড়ে?
রহস্য থেকে রহস্যের নোনাজলে সাঁতরে বেড়ায়
বিদ্যার গভীরের ক্ষত।
জীবন সীমানার কাঁটাতারের ভেড়া ভেদ করে
চলে যায় কেউ, রহস্যাবৃত মানুষ চেয়ে রয়
ঈশ্বরের দিকে!


ফেব্রুয়ারী,৫, ২০১৭