আগামী ২৬ ফেব্রুয়ারী, বরিবার সন্ধ্যা ৫ঃ৩০ মিনিটে উত্তর আমেরিকার মেরিল্যন্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের রসকো আর নিক্স এলিমেন্টারী স্কুল অডিটোরিয়ামে 'নব দিগন্ত' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হবে । বাংলা কবিতা আসরের তরুণ কবি সুখেন্দু মাইতি সম্পাদিক কবিতা বইয়ে দুই বাংলার ৩৮ জন কবির কবিদের কবিতা স্থান পেয়েছে । কবিদের বেশীর ভাগ কবি বাংলা কবিতা আসরের নিয়মিত কবি ।
বইটি প্রকাশ করেছে কোলকাতার দে'জ পাবলিশার্স ।
মেরিল্যান্ডের দুটি বড় সংগঠন বাংলা খ্রীষ্টান এসোসিয়েশন ও বাঙ্গালি-আমেরিকান খ্রীষ্টান এসোসিয়েশন যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে । কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করবেন, ভয়েস অব আমেরিকার ব্রডকাষ্টার, সংবাদ বিশ্লেষক বাচিক শিল্পী সরকার কবীর উদ্দিন ।
একই সময়ে আমার সনেট সংকলন বুক পকেটের কাব্য-১ (কাব্য তরী) প্রকাশ করা হবে ।