যে বাংলাদেশের বুকে রক্তিম লাল সূর্য্য,
যে বাংলাদেশের বুকে সোনালী ফসল,
কৃষকের লাঙ্গলের ফলা, বাউলের একতারা,
গ্রাম্য বধুর মেঠো পথ, হলুদের সমারোহ,
পদ্মা মাঝির গান, ভাটিয়ালি সুর
সে তো আমার সোনার বাংলাদেশ।


যে দেশের জন্য হয়েছিল ৬৯, ৭০
এব্ং ৭১ এর অগ্নিঝড়া উত্তাল সময়,
বিশ্ববিদ্যালয়ে তালা, ছাত্রের চোখে স্বপ্ন
শিক্ষকের প্রতিবাদী ভাষা,
মৃত্যুর দুয়ারে সাহসী সন্তান,
মা বোনের বুকে শকুনের থাবা,
পদদলিত চাঁদ তারা মার্কা পতাকা,
মায়ের আঁচলে বাংলা বর্ণ,
ক্ষুধার্থ মানুষের চৌষট্টি হাজার বর্গ মাইল,
ক্ষুদে বালকের বুকে মাইন,
সে তো আমার বাংলাদেশ।


যে বাংলাদেশের শিশির ভেজা ঘাসে
খালি পায়ে প্রথম স্কুলে যাওয়া শিশু,
শিল্পের অগ্রগতি, গার্মেন্টস  শ্রমিক ভাই-বোনদের
অক্লান্ত পরিশ্রম, বিদেশের বুকে,'মেইড ইন বাংলাদেশ',
ছুটে চলা পথিক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি,
শিক্ষক, কৃষক,মোয়াজ্জ্বিনের আযানের ধ্বনি
গির্জার আহবানের ঘন্টা, সন্ধ্যার উলুধ্বনি
ভোরের পাখীর কলতান,
সে তো আমার বাংলাদেশ।


আমিও তোমাদের সাথে বলি-
'যত দিন তোমার হাতে দেশ,
পথ হারাবে না বাংলাদেশ'।


১১/১৭/২০১৩