প্রয়োজন ও প্রিয়জন
প্রয়োজনে আছি কেবল
প্রিয়জনে নাই,
স্বার্থবাদের দুনিয়াতে
কেমন বিচার ভাই?

ভাইয়া বলে সোহাগ দিয়ে
করে নেয় কাজ,
প্রতিদানে চেয়ে দেখো
মুখ ভরা তার লাজ!

হাসি দিয়ে দোলে টানে
খারাপের আগে,
বিপদ আসিলে পরে
চুপ করে ভাগে।

নিজ বুদ্ধি, নিজ কাজ
একা করাই ভাল,
অন্ধকার দুরিভুতে
তুমি জ্বালো আলো।

মেরিল্যান্ড জুন ৩০,২০২৪