যাকে পাবার জন্য-
আমি সুদীর্ঘ পথে অবিচল আস্থা নিয়ে চলেছি;
যাকে পাবার জন্য আমি
আদি থেকে অন্ত, এব্ং অবাস্তবতাকে ফেলে
সত্য কুঠিরে আবাস রচেছি,
আমি দিনকে করেছি রাত আর
আমাবশ্যার বুকে এঁকে দিয়েছি পূর্নিমার ভরাট চাঁদ ।


যার জন্যে আকাশের মেঘগুলো এলোমেলো
এক ফোটা জলের আশায় আনাহারী মানুষ;
চৈত্রের খরতাপে পোড়া দোয়েল-শালিক
আমার অনন্ত যৌবন, মাধবীর ভালোবাসা,
টগ বগে তরুণ, নিশি মানবী ও কবি।


যার আগমনে পাখিরা গাইবে গান
উতলা হবে কবি, স্বপ্ন হবে ছবি,
ভালোবাসার বুকে আশার প্রদীপ জ্বালাবে
অভুক্ত মানুষ। আশায় বসে থাকা
আসরের দেবী।


আমি সেই সাদা মনের মানুষের প্রতিক্ষার
প্রহর গুনি প্রতিদিন।
আমি একজন সাদা মনের মানুষ চাই।