আমার শুন্য ভিটায় পড়ে আছে এক মুঠু ছাই!
আমার আগলে রাখা শত বছরের ভালোবাসা
রক্তে কেনা জামা, মেয়ের বই-খাতা
আর মায়ের সখের তুঁলসী গাছ!
এখন শুধু ইতিহাস, আর মুঠু ছাই।


আমি দেখেছি ৭১ এর করুণ কান্না,
দেখেছি পাকিদের অত্যাচার
পালিয়ে বেড়ানোর কষ্ট
মায়ের মন্দিরে আগুন, কপালে রক্তের সিঁদুর
আর উঠানে রাজাকারের উল্লাস!


আমি কেমনে ভুলি আমার সোনার বাংলাদেশ!
আমার দেশকে বড্ড ভালোবাসি আমি,
একাত্তরে বুকে রাইফেলের তাক করা সাহস
আমাকে দেশ ছাড়া করাতে পারেনি,
আমি পালিয়ে যাইনি, আমি ভাই দিয়েছি, বোন দিয়েছি
দিয়েছি হাজার মুক্তি সেনা!


আজ আবার সেই দিন
ভোটে হেরে যাও তো মার আমাদের
রাজাকারের ফাঁসি, মার আমাদের
হরতাল, অবরোধ, মার আমাদের!
আমরা আর কত মার খাব?


এভাবে মার দিতে দিতে যখন ক্লান্ত হবে
আমাদের হাত তখন গজে উঠবে!
পাকি জারজদের প্রতি এই হুশিয়ারী
আমার দুঃখের কলমে।


০১/০৮/২০০১৪