(বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা)
হে প্রিয়, হে বন্ধু, হে আলোর দিশারী-
তোমাদের জন্য দেখি আজ
নবান্নের নব আলো, দেখি একতারার বাউল
সকালে কৃষকের হাসি মুখ
গ্রাম্য বধূদের হাতের বালা, শাখা, সিঁদূর
ভাটিয়ালী সুরের পদ্মার বুকে
আধা পাগল মাঝির বেহুলা সুর।


তোমাদের জন্যে-
একুশের প্রথম প্রহরে খালি পায়ে মাটির ছোঁয়া,
১৬ ডিসেম্বরের কামানের বিজয়োল্লাস
রমনার উদ্যানে বৈশাখী গানের মুগ্ধ আসর
উল্লাসিত তরুণ-তরুণীর মঙ্গল শোভা যাত্রা,
ঢোলের তালে, মুড়ি-মুরকী, ইলিশের গন্ধ
বাংলা কাঁপানো পহেলা বৈশাখ।


তোমাদের জন্যে-
বিশ্বের বুকে ক্রিকেটের মানচিত্র,
লাল-সবুজের পতাকা এঁকে
তরুণের উন্মাদনা, চার-ছক্কায় বিজয়ের স্বাদ
টাইগারদের মিছিলে আগামী দিন,
নতুন স্বপ্নে আমার সোনার বাংলা।


তোমাদের জন্যে-
৬৪ হাজার বর্গমাইলের এক খন্ড ভূমে
আমার প্রিয় বাংলাদেশ।


০৫/১৫/২০১৫