মুখোমুখি বসা দু'জনে-


পিছনে সবুজ প্রান্তরে পাহাড়ি ঢেউ,
ধূমায়িত এক কাপ চায়ে তুমি
পরনে লাল-সাদা শাড়ির আঁচল উড়ায়ে,
বললে,
লিখো  না কেন কবি একটা কবিতা?
আমাকে নিয়ে বিশাল ক্যানভাসে?
কবির হাতে কলম,
তোমার হাতে লাল-সাদা জমিন
মননে আঁকা শব্দমালা ঝরে পরে
বর্ণমালায় অঙ্কিত আঁচলে।


অতঃপর-
তোমার হাসিতে, পাখিরা করে খেলা
আকাশে ভাসে মেঘ, বাতাস দেয় দোলা
পাহাড় জানায় নিমন্ত্রণ
ময়না-মাঝির আগমনে।


দুইশত সত্তর দুপাশে মেঘ,
কংক্রিটের পথের আশার ঢেউ
ছুটে চলেছি দু'জনে আপনালয়ে।
এক পাশে রাখা বই-ক্যামেরা
চলুক না গান-কবিতার পর কবিতা।
অতঃপর-
উঁচু বিশাল ভূমি দাঁড়িয়ে-
তুমি-আমি ও একটি কাব্য গগন।

এপ্রিল ২১, ২০১৮