বাদামের খোসা থেকে ঝরে পরে
টুকরো টুকরো ভালোবাসা ,
হাতের মুঠোয় কুড়িয়ে নিয়ে
দীর্ঘ ক্ষণের ক্ষুধা মিঠে কথার ছলে গিলে।


চায়ের তৃষ্ণাটা জমে থাকুক
আলিঙ্গনের কাপে, মুখোমুখি দু'জনে,
চুমুকে চুমুকে ঈর্ষান্বিত বিকেল,
সন্ধ্যা তারা চিৎকার করে বলুক,
'এ আমার একবিংশ শতাব্দীর অবিনশ্বর ভালোবাসা। '


ফুলার রোড থেকে নরম মিছিল
ধ্বনি-প্রতিধ্বনিতে, দেয়ালে দেয়ালে
প্লাস কিংবা মাইনাসের খেলা নয়,
সরাসরি না হয়ে বলুক সবে,
হৃদয়ে রক্ত ক্ষরণ হোক উন্মুক্ত আকাশে।


জোছনাস্নাত টিএসসি প্রান্তরে-
কবি গুরুর গানে, হস্ত বন্ধনে
নির্লজ্জ বাতাসে উড়ে বেড়াই,
পার করি এক যুগের নির্লোভ সময়।


মার্চ ২৪, ২০১৮