তারা খেয়ে ন্যাড়া হয়ে
হাসছেন তবুও হা হা,
স্থানান্তরে ভেলকিবাজি
সাধু বেশি এক কাহা!

ধর্মের নামে ঠাকুর সাঁজে
ধূতির মুঠোয় মন্ত্র তার,
পূজারী সেজে ফুল বনে
ধরবে চেপে মালির ঘাড়!

সাব কমিটি উপ কমিটি
সব কমিটিতে লাগবে তেল,
সুযোগ পেলেই ন্যাড়ার মাথায়
খাবে ভেঙে পাকা বেল।

সসাংকের জ্বালায় একে একে
যাচ্ছে চলে বহু দূর,
খালি মাঠে খেলায় পটু
খেলুক না হয় রাত্রি-ভোর!

তাড়া দেবার আসছে সময়
অভিজ্ঞতায় বলে তাই,
এড়িয়ে চলি দূরে ঠেলি
ভেলকিবাজির বিদায় চাই!

মেরিল্যান্ড জুন ২০,২০২৪