যীশুর পদতলে ব্যঙ্গনৃত্য!
উপসাশনালয়ে আজকাল যাওয়া-ই হয় না।
আমার ভেতরের আমি দ্বন্দ্বরথের পথিক বেশে
পটোম্যাকের ঘোলা জলে করি স্নান নাকি দীক্ষাস্নান?
পকেটের ভিতরে একটা আধুলি, মানত করি মুক্ত হস্তে,
জিহ্বার ভিতরে আটক যীশুর দেহ,
পানপাত্রে বোবা কান্না লাল রক্ত।
ভিড়ে ঠেলে ভন্ডের দল ছালার বসনে,
দেয়ালে ঠুকে মাথা-কপাল,
বাইবেলের বাণী ঝরে মুখের লালায়
ভিতরের হিংসার আগুনে পোড়া ছাই
প্রতিচ্ছবি হয়ে ভেসে ওঠে চোখের মনি কোঠায়!
সিদ্ধ পুরুষ শেষ বেঞ্চিতে বাকরুদ্ধ,
ঈশ্বর এখন কালা-বাকরুদ্ধ-একচোখা!
কলিযুগ-শেষ বিচার কিংবা কেয়ামত
ধর্মগ্রন্থে গৃহবন্দী,
দুর্ভাগা!
বন্দি হয়না মানুষের মন!
মেরিল্যান্ড জুলাই/৬/২৫