শুনেছি ভগবানের চোখ গেছে অন্ধ হয়ে।


ভাগ্যের থালায় নিরামিষ পোকা করে কিলবিল,
যা ছিল ভাগ্যে তাও কেড়ে নেয় ভাগ্যবতী!
সম্মানের পোস্টারে নির্বোধের ছবি!
শুকিয়ে যাচ্ছে কি বিবেকের বিস্তীর্ণ নদীপথ?


সহসা একলা চলার সাহস বা ক'জনা পায়!
অন্ধকারের পেঁচারা দিনের আলোয় আসুক,
ঢিল ছুঁড়ে দেখি উড়িবার ক্ষমতা বিন্দু,
দিন ফুরায়ে সন্ধ্যা লগনে চুমুকে তৃপ্ত নারী।


শহরের বুক চিরে একদিন উঠবে আলো
ক্ষমাহীন মননে জ্বলবে চিতার আগুন,
সদ্য কেনা ক্ষমতার গিঁটে বাতের বেদনা
ঝাপসা চোখে হুইল চেয়ারের জলধারা!


ভগবান, চোখ মেলে দেখো-
নিঃস্ব মানবের আনন্দ মিছিল।


২৬ নভেম্বর, ২০১৮
মেরিল্যান্ড