জ্বলন্ত আগুনের পিণ্ড,
কত কি ঘটাতে পারে কাণ্ড,
সামান্য ফুলকি হাওয়ায় উড়ন্ত,
ছারখার করে কত জনপদ, অরণ্য।


অগ্নিপিণ্ড জ্বলে না বেশিক্ষণ,
জ্বালায় অনেকক্ষণ-
সে আগুনে জ্বলে অন্তরাত্মা,
ধ্বংসকাণ্ড বসে বসে দেখে পরমাত্মা।


ছাই চাপা আগুন তো ধিকিধিকি জ্বলে,
জ্বলন্ত অনল, গুমরে গুমরে কেঁদে মরে,
হয়ত বা আইনের কচকচির কারাগারে-
অসীম ক্ষমতা নিয়ে, আবদ্ধ শৃঙ্খলে।


ঘুমন্ত আগ্নেয়গিরি হবেই জীবন্ত,
উদ্গীর্ণ লাভা চাই শুধুই জ্বলন্ত,
ধ্বংস হবে অপশাসন পক্ষপাতদুষ্ট।
সুবিশাল জনরোষের তীব্র স্পর্ধায়
করজোরে শাসককে চাইতে হবে মাফ,
অগ্নিকাণ্ডে হয়ে যাবে তোতাপাখি সাফ।
মুক্ত কাকলিতে তৃপ্ত প্রাণের বর্ষণ,
ধুয়ে দেবে পৃথিবীর সব অপমান।