জ্বলন্ত আগুনের পিণ্ড,
কত কি ঘটাতে পারে কাণ্ড,
সামান্য ফুলকি হাওয়ায় উড়ন্ত,
ছারখার করে কত জনপদ, অরণ্য।
অগ্নিপিণ্ড জ্বলে না বেশিক্ষণ,
জ্বালায় অনেকক্ষণ-
সে আগুনে জ্বলে অন্তরাত্মা,
ধ্বংসকাণ্ড বসে বসে দেখে পরমাত্মা।
ছাই চাপা আগুন তো ধিকিধিকি জ্বলে,
জ্বলন্ত অনল, গুমরে গুমরে কেঁদে মরে,
হয়ত বা আইনের কচকচির কারাগারে-
অসীম ক্ষমতা নিয়ে, আবদ্ধ শৃঙ্খলে।
ঘুমন্ত আগ্নেয়গিরি হবেই জীবন্ত,
উদ্গীর্ণ লাভা চাই শুধুই জ্বলন্ত,
ধ্বংস হবে অপশাসন পক্ষপাতদুষ্ট।
সুবিশাল জনরোষের তীব্র স্পর্ধায়
করজোরে শাসককে চাইতে হবে মাফ,
অগ্নিকাণ্ডে হয়ে যাবে তোতাপাখি সাফ।
মুক্ত কাকলিতে তৃপ্ত প্রাণের বর্ষণ,
ধুয়ে দেবে পৃথিবীর সব অপমান।
ধুয়ে মুছে গেলে তো সারা পৃথিবীতেই শান্তি নেমে আসতো।
করো জোরে এরা কোনোদিন মাফ চায়নি আর চাইবেও না তবে শ্রদ্ধেয় প্রবুদ্ধ কবির আশা যেন পূর্ণ হয়।
অসাধারণ কাব্যিকতায় অনন্য এক দীপিত অনুভব প্রতিভাস।
ইচ্ছে হয় এই তোতাপাখির দলের নিরবংশ হওয়ার মূহুর্ত যেন আমার চোখের সামনে ঘটে।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় সম্মানিত কবি।
অগ্নি উদগীরণের অপেক্ষায়
সবকিছু লোভে চাপা দিয়ে যায়
সততার ঝান্ডা পারছে না উড়াতে
ভীতরে চাপা আগুন, পারেনি জুড়াতে।
সমৃদ্ধ শব্দচয়নে দুর্দান্ত প্রতিবাদী রূপক কবিতা
নিশ্চিহ্ন হয়ে যাক সব অসাধুতা
মুখে মুখে শুনি যেন মানবিক বারতা।
হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানবেন প্রিয় কবি প্রিয়জন।
রূপকে দুর্দান্ত প্রতিবাদী কবিতা। প্রতিবাদের অনলে ছারখার হয়ে যাক যা কিছু অশুভ, পৃথিবী আবার হোক নির্মল সুন্দর।
চমৎকার অলংকরণ ও লেখনীতে মুগ্ধ হলাম প্রিয় কবি। অনেক শুভকামনা।
অপূর্ব প্রতিবাদী কবিতা! প্রতিবাদের স্ফুলিঙ্গে জ্বলে পুড়ে খাক হয়ে যাক সমস্ত অবিচার অত্যাচার! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অগ্নিকাণ্ডে হয়ে যাবে তোতাপাখি শেষ...।চমৎকার
প্রতিবাদী কণ্ঠ। হার্দিক শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অগ্নিকাণ্ডে হয়ে যাবে তোতাপাখি সাফ। - অপূর্ব ! তোতাপাখিদের যন্ত্রণায় আমরা অস্থির, ইচ্ছে হয় মরে মুক্তি লাভ করি! "ধুয়ে দেবে পৃথিবীর সব অপমান" অপমান শব্দটি দারুণ করে এনেছেন! এ তো শুধু শোষণ নয়, আমাদের জনগণের প্রতি, তাদের জীবনের প্রতি অপমান! আগুন আপনাদের ওখানেও, এখানেও! কিন্তু পরিবর্তনের পরে আবার দেখা যায় একই তোতাপাখি! নষ্ট হয়ে গেছে রাজনীতি! সুন্দর এক আঙিকে লিখেছেন! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
যেদিন জনতা জাগবে...
'খেলা হবে' সত্যিই 'খেলা হবে'
ক্ষোভের আগুনে আর অগুন্তি পায়ের নীচে
দুঃশাসন চাপা পড়বে...
চেতাবনি***
দুর্দান্ত প্রতিবাদী রচনা প্রিয় কবি। ঘুমন্ত আগ্নেয়গিরিকে এবার জাগতেই হবে, আর সময় নেই ঘুমিয়ে থাকার, আর এরজন্য দরকার কিছু সচেতন জনগণের। শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
জানিনা কিছুই।
লেখাটি ভালোই।
কবির কলমে এক শুভক্ষণের আহবান । পরিবর্তন কেহ রুখতে পারে না ! একদিন না একদিন "আগুন খেলা" দেখবে ভূলোক । দিন দিন মানুষ আদর্শ চেতনায় জাগরিত হচ্ছে, না কিনা পতনে সে বর্বর যুগ ।
অপূর্ব বিদ্যতাপূর্ণ সুন্দর কাব্য ,মুগ্ধ ।
শুভদুপুর , অশেষ শুভেচ্ছা । ভাল থাকুন সদা । প্রবুদ্ধ প্রিয়কবি ।
সব আগুন নেভে বা নেভানো যায় "সুবিশাল জণরোষের" আগুন ছাড়া। ওটাই একমাত্র ভরসা। আর কিসস্যু নয়, কিসস্যু নয়।
অসাধারণ সৃষ্টি। এক নগণ্য প্রলেতারিয়ান এর পক্ষ থেকে রইল সংগ্রামী শুভেচ্ছা, সম্মানিত কবি।
অগ্নি নিয়ে থাকে বিভিন্ন রূপ
পুড়িয়ে বুঝিয়ে দেয় স্বরুপ।
রূপকের অবয়বে ভারি সুন্দর প্রতিবাদী ভাবনার আগুন।
অসংখ্য শুভকামনা জানবেন প্রিয় কবি প্রিয়জন।
বলিষ্ঠ একটি প্রতিবাদী কবিতা।
অনেক অভিনন্দন, প্রিয় কবি।
রূপকে দারুন প্রতিবাী কবিতা।
ভীষণ ভালো লেগেছে কবি।
ভালো থাকুন,শুভ রাত্রি।
ভালো লাগার এক দারুণ প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়
অনন্য উপস্থাপন। খুব ভালো লাগল।
অসাধারণ প্রতিবাদী কবিতা পাঠে হৃদয় মন ছুঁয়ে গেলো শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। অপূর্ব! অফুরন্ত শুভকামনা থাকলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময়।