সূর্য যখন পড়ল হেলে
মুঠো মুঠো আবীর খেলে,
দিনের শেষে, কে বলে রে
সাঙ্গ হবে খেলা?
হাজার হাজার তারার ভিড়ে
স্বপ্ন যখন উঁকি  মারে,
তখন কি কেউ বলতে পারে
বিদায় জীবন বেলা?


যে অন্ধ লাঠি হাতে
রাস্তা পেরোয় আমায় ধরে,
যে গাছেরা ভোরের আলোয়
আমার পরশ খোঁজে।
কেমন করে তাদের ফেলে
যাব চলে তারার দেশে,
কি সুখ আছে সেই দেশেতে
কেউ কি দেবে বলে?


ছোটবেলার দিনগুলোতে
মা এর সোহাগ ছিল ঘিরে,
কখন যেন সময়গুলো
হারিয়ে গেছে বাঁকে।
জীবনপথের ধারে ধারে
ফুলের সুবাস হৃদয় জুড়ে,
জন্মভূমির আদর ছেড়ে
কেউ কি যেতে পারে?


পাখির ডাকের সুরে সুরে
গান গেয়ে যাই মনমহলে,
অবশ করা বিরস দিনে
তাকিয়ে থাকি উদাস মনে,
একটু সুখের আলোর আশায়
রাখি জীবন বাজি।
বুকের মাঝে কষ্ট চেপেও
আমি বাঁচতে ভালোবাসি।