সূর্য যখন পড়ল হেলে
মুঠো মুঠো আবীর খেলে,
দিনের শেষে, কে বলে রে
সাঙ্গ হবে খেলা?
হাজার হাজার তারার ভিড়ে
স্বপ্ন যখন উঁকি মারে,
তখন কি কেউ বলতে পারে
বিদায় জীবন বেলা?
যে অন্ধ লাঠি হাতে
রাস্তা পেরোয় আমায় ধরে,
যে গাছেরা ভোরের আলোয়
আমার পরশ খোঁজে।
কেমন করে তাদের ফেলে
যাব চলে তারার দেশে,
কি সুখ আছে সেই দেশেতে
কেউ কি দেবে বলে?
ছোটবেলার দিনগুলোতে
মা এর সোহাগ ছিল ঘিরে,
কখন যেন সময়গুলো
হারিয়ে গেছে বাঁকে।
জীবনপথের ধারে ধারে
ফুলের সুবাস হৃদয় জুড়ে,
জন্মভূমির আদর ছেড়ে
কেউ কি যেতে পারে?
পাখির ডাকের সুরে সুরে
গান গেয়ে যাই মনমহলে,
অবশ করা বিরস দিনে
তাকিয়ে থাকি উদাস মনে,
একটু সুখের আলোর আশায়
রাখি জীবন বাজি।
বুকের মাঝে কষ্ট চেপেও
আমি বাঁচতে ভালোবাসি।
চমৎকার লেখা।
অনবদ্য রচনা, মন ছুঁয়ে গেল, শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
আহা....কি সুন্দর!কি সুন্দর!
খুব ভালো লাগল পড়ে।অবলীলায় বয়ে গেল ইচ্ছে গুলো শব্দের স্রোতধারায়।সহজ,সরল,জটিলতাহীন এক ভালো লাগা রেখে গেল যেন...
প্রণাম কবি।প্রণাম।
বয়স কালে সবাই বাঁচতে চায় প্রিয় কবি। কিন্তু যম কী আর ছাড়ে!! হার্দিক শুভকামনা রইল।
প্রিয় কবি, শুভ জন্মদিন। শুভেচ্ছা জানাতে দেরী হবার জন্য ক্ষমাপ্রার্থী। এই একটি ক্ষেত্রে আমি সচেতন থাকি, প্রতিদিন লক্ষ্য করি কোনো প্রিয় কবির শুভ জন্মদিন কিনা আজ! সেদিন ঈদের দিন ছিল, সেটি একটি কারণ আর ব্যক্তিগত একটি কারণে নিমগ্নতা আমাকে ভুলিয়ে দিয়েছিল আজ যাদের জন্মদিন তালিকায় চোখ বুলাতে ৩ মে তে। শুভ জন্মদিন!!
আপনার কবিতা অপূর্ব সমৃদ্ধ হয়ে হয়ে উঠেছে। "কল্লোল আমার ভাই" আপনার ব্যক্তিগত শোকের পরিধি ছাড়িয়ে একটি সর্বজনীন প্রকৃত কবিতার ঔজ্জ্বলে দীপ্যমান। মন কেড়ে নেয়া কবিতার শৈল্পিক বেদনার্ত মাধুরী। তেমনি এ কবিতাটিও, ছন্দে ভাবে অপূর্ব! যেন কল্লোল আমার ভাইয়ের একপ্রকার পরবর্তী অনুভব, শোকের মাঝেও বেঁচে থাকতে হয়, থাকা উচিৎ! মুগ্ধ হলাম খুব।
কল্লোল আমার ভাই - পুরো সপ্তাহ ধরেই তো আমরা দেখছি, আপনি বলছেন দেখেননি ৩ রা মে তে। সেদিনও ছিল। এর মধ্যে দেখে থাকলে জানাবেন। মোবাইলে কবিতা আসরের মূল পাতা যেখানে সবার কবিতা প্রকাশ হয় প্রতিদিন, সে পাতা ধরে নিচে চলে যেতে থাকবেন, এ পাতা থেকে অন্য পাতায় যাবেন না। কবিতার লিস্ট শেষ হলে তা ছাড়িয়ে আরো নিচে যেতে থাকলে, আজ যাদের জন্মদিন তার নিচেই দেখতে পাবেন প্রথমটি আপনার কবিতা। আর ডেস্কটপ কম্পিউটার হলে, ঐ পাতার ডান দিকের কলামে সহজেই দেখতে পাবেন। আমি স্ক্রীণশট নিয়ে রাখলাম, যদি কবি প্রনব মজুমদার না দিতে পারেন আমাকে বলবেন। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
খুব সুন্দর প্রিয় কবি!
কত আদরের জীবন , কত উত্থান পতন ,স্নেহ ভালোবাসা , ভবিষ্যৎ আশা, সব মিলিয়ে এক মায়া ভরা গাথা ! মনকাড়া, খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় -মনে দাগ কাটে , সুন্দর ছান্দিক কাব্য ,মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভজন্মদিনে, শতসহস্র শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
খুব সুন্দর জীবনবোধের রচনা । অনেক শুভেচ্ছা রইল কবি ।
শুভ জন্মদিনের হার্দিক শুভেচ্ছা।
নিরূপিত ছন্দে সুবাসিত কবিতা...,
ভাবনা এবং ব্যঞ্জনায়
অপরূপা*****
'কল্লোল আমার ভাই' কবিতাটা এ সপ্তাহের বাছাইকৃত কবিতায় প্রথম স্থান পেয়েছে--অভিনন্দন।
ঐ কবিতায় আপনাকে পরে জানিয়েছিলাম আর আমার ই-মেল দিয়েছিলাম--দেখেন নি হয়তো?
পরতে পরতে অনুভব করে আবেগাক্রান্ত হওয়ার মতো একটি অসামান্য কবিতা। কেউ যদি বলেও "চলে যেতে হবে", তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের মতো করে উদযাপন করে যান এই অদ্ভুত সুন্দর জীবনের প্রতিটি মুহূর্ত। কে বলছে চলে যেতে হবে? আমরা কোথাও যাবো না।
শুভ জন্মদিন, সম্মানিত কবি।
শুভ জন্মদিনে প্রিয় কবিকে জানাই এক আকাশ ভালোবাসা। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
জীবনবোধের অপূর্ব নান্দনিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
ঈদ মোবারক! ঈদের শুভেচ্ছা রইল। খুব ভাল লাগল। দোয়া করি দীর্ঘজীবি হন। ধন্যবাদ প্রিয় কবি।
ভাল থাকুন।
সুপ্রভাত কবি।
শুভ জন্মদিনে জানায় অনেক ভালবাসা আর শুভেচ্ছা ।
কবিতা জীবনবোধের অপূর্ব।
ভালো থাকুন কবি। রক্তিম শুভেচ্ছা ।
দারুণ আবেগঘন জীবনমুখী ভাবনার বিবিধ কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
অসাধারণ,শুভেচ্ছা জানবেন প্রিয়,ঈদ মোবারক।
দুর্দান্ত অনুভূতির বেশ অসাধারণ একটি জীবনবোধের কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ রাত্রি প্রিয় কবি
অন্ধকার ভেদ করে
আলো আসুক ফিরে
হিংসা হানাহানি যুদ্ধ-বিগ্রহ ভুলে
শান্তির পৃথিবী গড়ে তুলি সবাই মিলে
এই ঈদে এই হোক আমাদের প্রত্যয়
🌙ঈদ মোবারক🌙
ছোট্ট মন্তব্য বলবো ;মনে দাগ কেটে গেলো কবিতায়।
শুভকামনা সবসময় প্রিয় কবি।