বারুদের স্তুপটা রেডিই আছে
আগুন দিতে চাও?
তুমি কি অগ্নিকন‍্যা, আগুন খেতে চাও?
না কি তুমি আগ্নেয়গিরি?
অনায়াসে ফেলে দেবে
এক টুকরো জ্বলন্ত অঙ্গার?
আর একটা আগুন,
আর একটা বিস্ফোরণ।


আজ না হোক কাল আগুন তো জ্বলবেই,
রেডি আছে তো প্রতিরোধ? অথবা মর্গ?
নিরপরাধ আবালবৃদ্ধবনিতার দগ্ধ শবেই
কোনও নিদারুণ অভিসন্ধি হবে চরিতার্থ।
মোমবাতির মিছিলে শান্তি কামনা হবে,
পৃথিবীর কোণে কোণে, মৃত আত্মাদের জন‍্য।
কিছু লোক জানবে, বারুদের স্তুপটা সাজানো হয়েছিল
জনসেবা করার ক্ষমতা দখলের লড়াইয়ের জন‍্য।