ভোট সমাপনে থাকে, প্রসব বেদন,
সুচিন্তিত মতামতে, মিডিয়ার মন,
নানা এজেন্সির কত, পরিসংখ‍্যান,
দল নির্বাচনে দোলে, জনতার মন।


আবেগ নিষ্ঠুর অতি, অশ্বডিম্ব সম,
তাতেই জ্বালিয়ে বাতি, আকাশকুসুম-
কথার চতুর জালে, আষ্টেপৃষ্ঠে বাঁধে,
মনের ফানুসগুলো, আকাশেই ভাসে।


যা ছিল মনের কোণে, লালিত বাসনা,
আশঙ্কায় থরথর, কাঁপে আনমনা,
জয় পরাজয় নিয়ে, বিনিদ্র ভাবনা,
নিষ্ঠুর কঠিন বিধি, নীরব নিশ্চুপ।


উৎকণ্ঠা জনমনে, প্রতীক্ষায়  থাকে-
ভবিষ্যৎ নির্ধারণ, যা হয় তা হবে।
বিজিতের উচ্চ শির, আবীর লেপন-
পরাজিত ক্ষমাপ্রার্থী, সজল নয়ন।